দুপুরে সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট
নির্বাচন নিয়ে আজ সিদ্ধান্ত জানাবে জাতীয় ঐক্যফ্রন্ট।
রোববার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানাবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
শনিবার রাত রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ফ্রন্টের বৈঠক হয়।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমেদ, মাহামুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকি, আ স ম আব্দুর রব, তানিয়া রব, সুব্রত চৌধুরী, জাফররুল্লাহ চৌধুরী, সুব্রত চৌধুরী, সুলতান মুনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, কাদের সিদ্দিকি ঐক্যফ্রন্টের বৈঠকে যোগ দেয়ার আগে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তা বারিধারার বাসায় সংক্ষিপ্ত বৈঠক করেন।
Please follow and like us: