কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরীর্ক্ষীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বেলা ১১ টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক ও সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান ও তাদের জন্য শুভ কামনা জানানো হয়। একই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়া হয়। বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক কামরুজ্জামান, সহকারী শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এসএমসি সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ। উল্লেখ্য, এ বছর এ বিদ্যালয় থেকে ১৫৫ জন ছাত্র-ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করছে।