নারান জোলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নারানজোল গ্রামের আলী সাহেব এবং বাবুলে মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে আলী সাহেব বাড়িতে একা থাকার কারণে সুকৌশলে প্রতিপক্ষের বাবুল,মুসা,সাইফুল্লাহ,রশিদ,মহাশিন সহ অজ্ঞাত আরো দুইজন পুকুরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে। এতে করে আলী সাহেবের মনে সন্দেহ জাগে। পরবর্তীতে শনিবার ভোর চারটার দিকে প্রতিপক্ষরা সুকৌশলে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে প্রায় লক্ষাধিক টাকার মাছ ক্ষতিসাধন হয় হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
স্থানীয়রা জানায়, গ্যাস ট্যাবলেট এর ক্রিয়ার ফলে মাছগুলো পঁচে যাওয়ায় সব মাছ তোলা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং এলাকাবাসীর দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
এ বিষয়ে তিন নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগ সভাপতি হেলাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন ,জমিজমার বিরোধে ছাড়া এই দুই পরিবারের আর কোন সমস্যা নেই। তাই এ বিরোধের জের এই ঘটনাটি ঘটতে পারে বলে তিনি মনে করেন। বিষয়টি নিয়ে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে সদর থানার এস,আই শরীফ এনামুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন আলী সাহেব সদর থানায় একটি অভিযোগ করেছে। অভিযোগটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।