তালায় জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালন
তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণতন্ত্র দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার তেঁতুলিয়ায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস. এম. নজরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, জাপা চেয়ারম্যানে উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম. আলাউদ্দীন এর পরিচালনায় বক্তব্য রাখেন, জাপা নেতা শেখ সিরাজুল ইসলাম,এসএম মোকবুল হোসেন,আবুল কালাম আজাদ,অধ্যাপক আমজাদ হোসেন, এ্যাড:জিল্লর রহমান এস.এম. জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু,মোঃ হাশেম আলী, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মোঃ আব্দুল মালেক,শেখ মোঃ আব্দুল কাদের, মোঃ হাশেম আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ জামাল উদ্দীন, মোঃ আবুল হাসান শেখ, প্রভাষক মোঃ আবুবক্কর, ডাঃ মোঃ নজরুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম মোল্ল্যা, মোঃ নূরুল ইসলাম খোকা, শেখ মাসুদ হাসান মনি, ডাঃ শেখ মোঃ আবুল কাশেম,মোস্তফা গাজী,রণজিৎ চৌধুরী, উপজেলা যুব সংহতি সভাপতি সরদার কবির হোসেন, আব্দুল আলীম,কাজী আসাদ ছাত্রসমাজ নেতা ইউনুছ আলী সরদার,এসএম হাসান আলী বাচ্চু,আহছান হাবীব,সাগর মোড়ল,নাজমুল হুসাইন,আকাশ আহমেদ সবুজ,শিহাব সরদার জাতীয় শ্রমিক পাটির্র নেতা কাজী বাবু প্রমুখ। সভায় গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ এর অবদানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।