গুঞ্জন নয়, সত্যি নির্বাচনে অংশ নিচ্ছেন শাকিব
শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু বার সভাপতি ছিলেন। আগামী বছরের নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরে। একাধিক গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছিল। শাকিব জানালেন, গুঞ্জন নয় সত্যিই তিনি আগামী বছর নির্বাচনে অংশগ্রহন করবেন। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন ডি এ তায়েব।
শাকিব বলেন,‘ এর আগে আমি দুবার সভাপতি পদে নির্বাচিত হয়েছি। শিল্পীরা ভালোবেসে আমাকে নির্বাচিত করেছেন। গত নির্বাচনে আমি অংশ নেইনি। তখন মনে হয়েছে আমাকে ছাড়াও হয়তো এই জায়গাটা ভালো চলতে পারে। কিন্তু বাস্তবে সেটা কিছু দেখছি না। শুধু এই কথা সেই কথা আর চাকচিক্য দেখালেই শিল্পীদের জন্য কিছু করা হবে না। সিনেমা বাড়াতে হবে। সিনেমা বাড়ালেই এফডিসি ও শিল্পীদের উন্নতি হবে। আমাদের অনেক অনেক সিনেমা করতে হবে।’
বাংলাদেশে সিনেমার সংখ্যা কমে গেছে মন্তব্য করে শাকিব বলেন, ‘দিন দিন ছবির সংখ্যা আরো কমছে। বিভিন্ন শুটিংয়ে অযথা বাধা সৃষ্টি করা হয়। আরে শুটিং না হলে ছবি হবে কেমন করে?? হল চলবে কেমনে? শিল্পীদের পেট চলবে কেমনে? আমি মনে করি, এখানেও শিল্পী সমিতির ভূমিকা রাখার জায়গা রয়েছে। আমরা সব কাজ করব শুটিংকে সহযোগিতা করার জন্য।’
এর আগে সাধারণ সম্পাদক পদে ছিলেন ওমর সানী। এবার ডি এ তায়েবকে নিয়ে কেন লড়বেন তা নিয়ে বলেন,‘তায়েব ভাই চলচ্চিত্র শিল্পীদের জন্য অনেক কাজ করেন। তবে তিনি তা কখনো প্রকাশ করেন না। আমরা অনেকেই তা জানি না। নীরবে নিভৃতে তিনি কাজ করছেন। তিনি শিল্পীদের উন্নয়নে ভূমিকা রাখার যোগ্যতা রাখেন। তাঁর মতো একজন মানুষ আমাদের দরকার। এ কারণে তাঁকে নিয়ে নির্বাচন করার চিন্তা করছি।’
২০১৭ সালের ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মিশা সওদার ও জায়েদ খান বিজয়ী হন। আগামী বছর মে মাসে সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন হওয়ার কথা রয়েছে।
শোনা যাচ্ছে, শাকিব জাতীয় নির্বাচনের জন্যও মনোনয়ন পত্র কিনবেন। তবে তা নিয়ে এখনো মুখ খুলেননি তিনি।