কলারোয়ায় স্বেচ্ছায় রক্তদান সংস্থা নবজীবন এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কলারোয়ায় স্বেচ্ছায় রক্তদান সংস্থা ‘নবজীবন’ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে আলোচনা সভা ও সেরা ৩জন রক্তদাতা এবং ৩ জন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়েছে।’ ‘আপনার একফোঁটা রক্ত হতে পারে নবজীবনের সূচনা’ এই পতিপাদ্যকে সামনে রেখে সংস্থার অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
শনিবার বেলা ১১টার এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ। নবজীবনের সভাপতি কাজী সাইমুজ্জামান আদরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম কামরুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, মাস্টার আব্দুল ওহাব মামুন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাতক্ষীরা ব্লাড ব্যাংকের রাত্রি মন্ডল , মেহেদী হাসান জনি উপস্থিত ছিলেন রনি, মেঘলা অপু সংস্থার আজীবন দাতা সদস্য কামরুজ্জামান ফয়সাল, পলাশসহ কলারোয়ার বিভিন্ন স্বেচ্ছায় রক্তদান সংস্থার কর্মকর্তা ও বিপুল সংখ্যক রক্তযোদ্ধাগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবজীবন সম্পাদক শেখ আতিকুজ্জামান আতিক ।
উল্লেখ্য, আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদ নবজীবনকে রক্তদানের জন্য ১শ’টি ব্লাড ব্যাগ এবং দুপ্রক সাধারণ সম্পাদক মাস্টার মুজিবুর রহমান ১০টি ব্লাড ব্যাগ দেয়ার ঘোষণা দেন।