আসপিয়া খাতুন চাঁদনীর আত্মার মাগফিরতের জন্য দোয়া অনুষ্ঠিত
কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আসপিয়া খাতুন চাঁদনীর অকাল মৃত্যুর কারণে বিদ্যালয় কর্তৃক তার আত্মার মাগফিরাতের জন্য দোওয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ দোওয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুতাহেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা শিক্ষ্যা অফিসার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইলতুৎ মিশ, সহকারি পুলিশসুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সদর থানার ভারপ্রাপ্তস কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ,
এ সময় প্রধান অতিথি তার বত্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাঁদনীর অকাল মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে চাঁদনির শূন্যতা আমরা পূরণ করতে পারবোনা, প্রধান মন্ত্রীর দিকনিদ্দেশনা নারীর খমতায়ন বাস্তবায়ন করতে হবে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, আমরা পোশাকে শোক পালন না করে শোককে আমাদের হৃদয়ে ধারণ করে শক্তিতে রূপান্তর করে আগামী দিনে এগিয়ে যেতে হবে, তিনি আরও বলেন, বাল্যবিবাহ, এফটিজিং, মাদককে চিরতরে বিদায় করতে প্রশাসনের সাথে সাথে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। পরে জেলা প্রশাসক এসএম সোস্তফাকামাল শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ এবং ইফটিজিংএর বিরুদ্ধে শপথ পাট করান। আলোচনা শেষে চাঁদনীর আত্মার মাগফিরাতের জন্য দোওয়া করাহয়।