আওয়ামী লীগের প্রার্থী বাছাই ও ঘোষণা কবে?
একাদশ জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে নৌকা প্রতীকে প্রার্থী চূড়ান্তের প্রাথমিক ধাপে শুক্রবার মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রথম দিনে দুই হাজারের বেশি ফরম বিক্রি করেছে তারা।
দলটির প্রার্থী চূড়ান্তে এরপর বাছাই পর্ব পেরিয়ে আসবে ফাইনাল শিট, হবে অপেক্ষার অবসান; জানা যাবে কারা নৌকা প্রতীকে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবে।
তাহলে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া শেষ হচ্ছে কবে? আর বাছাই প্রক্রিয়া শেষে মনোনীত প্রার্থীদের নামের ঘোষণাই বা আসবে কবে?
এ নিয়ে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দেখা দিয়েছে আগ্রহ। এসবের জবাব পেতে চাইলে অপেক্ষা করতে হবে আরও একটি রাত। ১১ নভেম্বর দলটির মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত আসবে কতদিন পর্যন্ত মনোনয়ন ফরম প্রদান ও সংগ্রহের কাজটি চলবে। পাশাপাশি বাইছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে কবে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে বেলা সাড়ে তিনটার মনোনয়ন বোর্ডের ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা৷
এখনও পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নয়। তেমন কিছু জানাতে পারেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।
এ বিষয়ে জানতে চাইলে নিজেও অন্ধকারে থাকার কথা জানান তিনি। বলেন: বঙ্গবন্ধু এভিনিউয়ে রোববার আমাদের দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন দেশরত্ন শেখ হাসিনা। নেত্রী সেখানে সিদ্ধান্ত নেবেন কতোদিন আর দীর্ঘ হবে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া চলবে। বাছাই প্রক্রিয়াই বা কবে থেকে শুরু হবে। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কোনটি হবে।
এর আগে দশম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন ২ হাজার ৬৮ জন। এবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই দুই হাজারেরও বেশি মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।
শনিবারের পরিস্থিতি বিবেচনায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে, কতদিন চলবে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়ার কাজ। বিশ্বস্ত সূত্র বলছে, এমন পরিস্থিতি থাকলে আরও পাঁচদিন মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হতে পারে।তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় সেটা জানা যাবে রোববার।