‘হট’ ছবি পোস্ট করে ভাইরাল নায়িকা!
রুক্মিনী মৈত্র। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের প্রেমিকা হওয়ার কারণে বরাবরই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। দুই তারকার প্রেম নিয়ে গল্প-কাহিনির যেন শেষ নেই।
এদিকে, সম্প্রতি রুক্মিনী আলোচনায় একাই আলোচনায় এসেছেন। তার কারণ নিজের পোস্ট করা হট ছবি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় হট ছবি পোস্ট করে রীতিমত আগুন ধরিয়েছেন। পুরনো ফোটোশুটের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “Work mode on.”
এছাড়া সদ্য ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন রুক্মিনী। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে চলে যান তিনি। বিদেশে ঘোরার একের পর এক ছবি আপলোড করে চলেছেন সোশ্যাল মিডিয়াতেও।
তার এই ট্র্যাভেল ডায়রিজই বেশ ভাইরাল হয়েছে। নায়িকার ছবি দেখে স্টাইল ও ফ্যাশনে উৎসাহী হচ্ছেন তার ফ্যানরাও। ঘুরতে গিয়ে রুক্মিনীর মতোই ছবি তুলতে চাইছেন ভক্তরা। নায়িকা যে ছবি তোলার ব্যাপারে ট্রেন্ডসেটার হয়ে দাঁড়িয়েছেন সেটা বোঝাই যাচ্ছে।