সাতক্ষীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ মহড়া
সাতক্ষীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) দিনব্যাপী এ বিশেষ মহড়া জেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।এ বিশেষ মহড়ার নেতৃত্ব দেন জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল ও জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিজিবির সিও ল্যাফন্টেনেন্ট কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামন, এনএসআই উপপরিচালক মোজাম্মেল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, সহাকারি পুলিশ সুপার মেরিনা আক্তার, র্যাবের এএসপি মো. কাজেমুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ওজেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে জেলা প্রশাসকের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়া চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্যা, র্যাব-৬ এর মুন্সিগঞ্জ ক্যাম্পের সকল কর্মকর্তাবৃন্দ।
মহড়াকালিন সময়ে সকল বাহিনীর সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।