শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কিনলেন কাদের
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
সংগঠনের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন কেনার মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হলো।
এ ছাড়া জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন কাদের।
বৃহস্পতিবার বিকেলে ওবায়দুল কাদের বলেন, আগামীকাল শুক্রবার থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
এ সময় সেতুমন্ত্রী বলেন, ফরম বিক্রি মনিটরিং করবেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা। এছাড়া তাদের সঙ্গে আরো কয়েকজন সদস্য থাকবেন।
এবার প্রতি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। এতে গেল বারের চেয়ে পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে।
এদিকে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার জন্য নির্বাচনী কার্যালয়ে সব প্রস্ততি সম্পন্ন করে অফিস নতুনভাবে সাজানো হয়।