শোভনালীতে অন্নকূট অনুষ্ঠানের ৩ জন দগ্ধ
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি-শালখালীতে অন্নকূট অনুষ্ঠানে গরম ডাউলের পাত্রে পড়ে গিয়ে ৩ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
কামালকাটি-শালখালী ব্রীজের মুখে রাধাশ্যাম সুন্দর মন্দিরে শ্রীশ্রী অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয়। হাজার হাজার ভক্তবৃন্দকে অন্ন প্রদানের লক্ষ্যে বিশাল আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০ হাজারের মতো ভক্ত অংশ নেয়। অনুষ্ঠানে ২ দফা ভক্তকে খাওয়ানোর পর ৩য় দফার ভক্ত ভিতরে ঢোকান হচ্ছিল। এসময় মানুষের প্রবল চাপে বাঁশের বেরিকেড ভেঙ্গে গেলে একসাথে মানুষ ভিতরে ঢুকতে থাকে। মানুষের চাপে কমিটির স্বেচ্ছাসেবক কামালকাটি গ্রামের মৃত যোগিন্দ্র মন্ডলের ছেলে নিতাই মন্ডল (৩৪), ভক্ত কুঁন্দুড়িয়া গ্রামের রাম গোপাল সাধু খার ছেলে অসিৎ সাধু খা ও তার স্ত্রী সবিতা রানী গরম তরকারির মধ্যে পড়ে দগ্ধ হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিতাই মন্ডলের অবস্থা খুবই শোচনীয় বলে জানাগেছে।
শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন অন্নকূট অনুষ্ঠানে গরম ডাউলে দগ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন।