তালার পাটকেলঘাটায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠিত
দুর্নীতি, দুঃশাসন,সন্ত্রাস ও মাদক মুক্ত কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কুমিরা হাই স্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়।
৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওঃ শেখ মাহমুদুল হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশর সংগ্রামী আমীর ও আলহাজ্ব হযরত মাওঃ মুফতী সৈয়দ মুহাঃ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,পীর সাহেব চরমোনাই মনোনীত সাতক্ষীরা-১ ( তালা – কলারোয়া) আসনের হাতপাখা মার্কায় এমপি প্রার্থী মাওঃ এফ. এম. আছাদুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সারা বাংলাদেশে ৩০০ আসনে আমাদের প্রার্থী দিয়েছি। ইসলামিক আইন প্রতিষ্ঠার জন্য আপনারা আমাদের হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ সময় তিনি এফ. এম আছাদুল হককে সাতক্ষীরা -১ ( তালা – কলারোয়া’র) প্রার্থী ঘোষণা করেন।