রোভারিং এর শতবর্ষ উপলক্ষে সাইকেল র্যালিতে গেলেন সাতক্ষীরার ৭ রোভার
রোভারিং এর শতবর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাইকেল র্যালির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা থেকে ৭ জন রোভার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ থেকে তারা যাত্রা শুরু করে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি এসএম মোস্তফা কামাল এ র্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি’র শাহ আব্দুস সাদী, জেলা রোভারের কমিশনার এএসএম আব্দুর রশিদ, সম্পাদক এসএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, রোভার নেতা বিশ্বজিৎ মন্ডল সহ বিভিন্ন কলেজের রোভার ও গার্লস ইন রোভারবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী রোভাররা হলেন, পিএস কামরুজ্জামান, পিএস আরাফাত রহমান, পিএস ইন্দ্রনীল ঘোষ, পিএস সাবিউর রহমান, আবু সাঈদ, সানোয়ার হোসেন, ইয়াছিন। উক্ত রোভাররা সাইকেল র্যালি করে যশোর, মাগুরা, গোয়ালন্দ, মানিকগঞ্জ, সাভার হয়ে আগামী ৯ নভেম্বর ঢাকা কলেজ ময়দানে উপস্থিত হবে। জেলা প্রশাসক র্যালিতে অংশ গ্রহনকারী রোভারদের সফালতা কামনা করেন।