তালাতে মহা ধুমধামের সাথে কালী পূজা অনুষ্ঠিত
‘‘যা দেবী সর্ব্বভূতেষু মাতৃরুপেন সংস্থিত নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নম নমহ” মন্ত্র উচ্চারণের মধ্যে দিতে তালা উপজেলাতে মহা ধুমধামে কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার মধ্যে মাঝিয়াড়া মহাশশ্মান,জালালপুর কালী মন্দির ও জেঠুয়া কালী মন্দির উল্লেখযোগ্য।
সন্ধ্যায় সনাতন ধর্ম অবলম্বীদের বাড়ি,দোকান ঘরের সামনে দীপাবলি দীপ জ্বালিয়ে কালী পূজার আয়োজন শুরু করে।
তালা মাঝিয়াড়া মহা শশ্মানের সাধারণ সম্পাদক লক্ষী কান্ত চৌধুরী জানান,আমরা বড় পুজার মত মহা ধুমধামের সাথে কালী পুজা পালন করে থাকি। জেঠুয়া কালী মন্দিরের নিতাই পাল জানান, কালী পূজাতে আমরা দৃষ্টিনন্দীত আয়োজন করে থাকি যা সকলের মন কেড়ে নেয়। জালালপুর কালী মন্দিরের কালী দাস জানান,জালালপুরে আমরা সব থেকে বড় করে কালী পূজা পালন করে থাকি।সন্ধ্যার পর থেকে বিভিন্ন ধরনের বাজী ফুটানোর মধ্যও দিয়ে পূজার অনুষ্ঠান শুরু করি।
তালার উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান,তালা উপজেলাতে ধুমধামের সাথে কালী পূজা পালন করি। পূজাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল দৈনিক সাতক্ষীরাকে জানান,কালীপূজাতে সকল ধরনের আইনগত ব্যবস্থা আমরা নিয়েছি। সকল পূজা মন্দিরে পুলিশ দায়িত্ব পালন করছে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।