গ্রিক পুরানের এক কল্পকথা
গ্রিক পুরাণ সম্পর্কে সবারই কম-বেশি ধারণা রয়েছে। চমৎকার সব রূপকথা ও কল্পকথায় সাজানো এই পুরাণের একটি বিশেষ অংশ হচ্ছে টাইটানোমেকি বা টাইটানদের যুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হয় থেসেলি নামক স্থানে, দুই ভিন্ন প্রজন্মের দেবতা- টাইটান এবং অলিম্পিয়ানদের মধ্যে। টাইটানরা ছিল অথ্রিস পর্বতের বাসিন্দা। অন্যদিকে অলিম্পিয়ানরা অলিম্পাস পর্বতের আদিবাসী।
দেবতা ইউরেনাস ছিলেন টাইটানদের রাজা এবং দেবী গায়া ছিলেন রানী। তাদের চার সন্তান ক্রোনাস, হেকাটনকিয়ারস, সাইক্লপ্স ও রিয়া। দেবতা ইউরেনাস টারটারাস দ্বীপে হেকাটনকিয়ারস এবং সাইক্লপ্সকে নির্বাসিত করলে দেবী গায়া ক্ষেপে যান। তিনি একটি প্রকাণ্ড কাস্তে তৈরি করিয়ে ক্রোনাসকে দেন এবং ইউরেনাসকে হত্যা করার জন্য লুকিয়ে থাকতে বলেন। ইউরেনাস তার স্ত্রী গায়ার সঙ্গে দেখা করতে এলে ক্রোনাস তার বাবা অর্থাৎ ইউরেনাসকে আক্রমণ করেন এবং তার জননাঙ্গ বিচ্ছিন্ন করে সমুদ্রে ফেলে দেন। এরই মাধ্যমে ক্রোনাস টাইটানদের রাজা হয়ে যান। কিন্তু ইউরেনাস ভবিষ্যদ্বাণী করেন ক্রোনাস যেভাবে তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, ক্রোনাসের সন্তানরাও তার বিরুদ্ধে বিদ্রোহ করবে।
ক্রোনাস দেবতাদের রাজা হওয়ার পর হেকাটনকিয়ারস ও সাইক্লপ্সকে আবারো টারটারাস দ্বীপে বন্দী করেন। ক্রমান্বয়ে তিনি একজন অত্যাচারী শাসক হয়ে ওঠেন। ক্রোনাস তার বোন রিয়াকে বিয়ে করেন এবং যখনই সন্তান জন্ম নিতো, ক্রোনাস তাদের গিলে খেয়ে ফেলতে শুরু করেন। ক্রোনাসকে ধোঁকা দিয়ে রিয়া তার কনিষ্ঠ সন্তান জিউসকে লুকিয়ে ক্রিট দ্বীপের একটি গুহায় নিয়ে রেখে আসেন এমালথিয়া নামক এক নারীর তত্ত্বাবধানে। এমালথিয়ার আদর-যত্নে জিউস বেড়ে উঠতে থাকেন। জিউস যুবা বয়সে উত্তীর্ণ হলে ক্রোনাসের বেয়ারা হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হন। ইউরেনাসের এক বিশ্বস্ত বন্ধু ছিলেন দেবী মেটিস। তিনি জিউসকে এক বিশেষ পানীয় দেন ক্রোনাসকে পান করানোর জন্য যা পান করার ফলে ক্রোনাস গিলে ফেলা তার সকল সন্তানকে বমি করে উগরে দেন। এরপর জিউস তার সহোদরদের নিয়ে ক্রোনাসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
জিউসের মিত্রবাহিনীতে ছিলেন হেসটিয়া, ডেমেটার, হেরা, হেডিস এবং পোসাইডন। হেকাটনকিয়ারস ও সাইক্লপ্সদের মুক্ত করে দেন জিউস। অন্যদিকে, ক্রোনাসের একজন উল্লেখযোগ্য মিত্র ছিলেন অ্যাটলাস। টাইটান ও অলিম্পিয়ানদের এই যুদ্ধ দশ বছর স্থায়ী হয় এবং জিউসের নেতৃত্বে অলিম্পিয়ানরা জয়লাভ করে। পরাজিত টাইটানদের টারটারাস দ্বীপে বন্দী করা হয় এবং হেকাটনকিয়ারসদের নিযুক্ত করা হয় প্রহরী হিসেবে। অ্যাটলাসকে শাস্তি দেয়া হয় তার কাঁধে আকাশ ধরে রাখার। পরবর্তীতে জিউস বন্দী টাইটানদের মুক্তি দেন। শেষে জিউস, পোসাইডন ও হেডিস সমগ্র বিশ্ব ভাগ করে নেন। জিউস কর্তৃত্ব নেন আকাশ এবং বাতাসের। পোসাইডনকে করা হয় সমুদ্র ও পানির দেবতা। মৃত্যুর দেবতা হন হেডিস। বাকি দেব-দেবীদের বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুযায়ী ক্ষমতা ভাগ করে দেয়া হয়। মূল কর্তৃত্ব থেকে যায় জিউসের হাতেই। কারণ ক্ষমতা পাওয়া অধিকাংশ দেব-দেবীই তার সন্তান। জিউস হয়ে ওঠেন অলিম্পিয়াস তথা বিশ্ব ব্রহ্মান্ডের একছত্র অধিপতি।