কলারোয়ার সরসকাটিতে নৌকার সমর্থনে সমাবেশ
কলারোয়ার সরসকাটি বাজারস্থ জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সৈনিক লীগের যৌথ আয়োজনে নৌকার সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সমাবেশে দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানানো হয়। সকল ভেদাভেদ ভুলে সকলেই যাতে নৌকার সমর্থনে কাজ করতে পারে, সেই আহবান জানানো হয় সমাবেশে। সমাবেশ সফল করায় নেতা-কর্মীদের প্রতি ধন্যবান জানান প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলি ও রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া সরকারি কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সম্পাদক মোস্তাক আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু উপজেলার বিভিন্ন স্থানে এরূপ নৌকার সমর্থনে সমাবেশ অব্যাহত রেখেছেন।