পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাতক্ষীরায় পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজে ফলক উন্মোচন ও কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সকালে পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন, ‘আমি সাতক্ষীরা বাসীর উন্নয়নের জন্য মহান জাতীয় সংসদে বহুবার বক্তব্য দিয়েছি। আমি একটি সুন্দর মডেল সাতক্ষীরার স্বপ্ন দেখি। যারা আগে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি। বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। সফলতার সকল কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনার ভিশন যদি পূরণ হয় তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে তাল মিলিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। জামাত-বিএনপি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তার পরেও জননেত্রী শেখ হাসিনা কোন ভেদাভেদ করেননি। মাদ্রাসা, স্কুল-কলেজে ভবন দিয়েছেন। কিছু মাদ্রাসা বাকি আছে সেগুলো ধাপে ধাপে দেওয়া হবে। এই উন্নয়নের ধারাবাহিকতায় আবারও নৌকাকে বিজয়ী করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইউনুস আলী, পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. মুজিবর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক সুভাষ চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দাতা সদস্য মো. শাহ্ আলম হাসান শানু, পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের বিদ্যুৎসায়ী সদস্য মো. জাহিদ হাসান আলতু, সদস্য মো. অজিহার রহমান, নীলা চৌধুরী, মো. রবিউল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. মোতাচ্ছিম বিল্লাহ প্রমুখ। “নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আলোচনা সভা শেষে পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। উপস্থিত সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. আব্দুল হামিদ আল-হাফিজ।