দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র্যালী ও পথসভা
দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র্যালী ও পথ সভা অনুষিষ্ঠত হয়েছে। সোমবার বেলা ১১টায় সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ রোভার গ্রুপের আয়োজনে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস, ঢাকা আহছানীয়া মিশন ও চেতনা’র সহযোগীতায় এ র্যালী অনুষ্ঠিত হয়। শুরুতে কলেজ ক্যাম্পাস হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সখিপুর, পারুলিয়া, নওয়াপাড়া, দেবহাটা সদর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।
সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই। এর আগে কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠানে সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ওয়েসিস’র প্রতিষ্ঠাতা ও পাষ্ট ডিস্ট্রিক্ট গর্ভনর শেখ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা আহছানীয়া মিশনের ডেপুটি ডাইরেক্টর ও হেল্থ বিভাগের প্রধান ইকবাল মাসুদ, ভাইস প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন মুক্তি, পাষ্ট প্রেসিডেন্ট জাকিয়া সুলতানা, কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিএ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আকবর আলী, সাচিবিক বিদ্যা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, রসায়ন বিভাগের অধ্যাপক স্বপন কুমার মন্ডল, আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, কলেজের সাবেক সিনিয়র রোভার সুব্রত কুমার বিশ্বাস, আব্দুল কাদের, বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব।