কলারোয়ায় ৫ম শ্রেণির ছাত্রী শিক্ষকের শ্লীলতাহানির শিকার ॥ প্রধান শিক্ষক আটক
কলারোয়ায় ৫ম শ্রেণির এক ছাত্রী শিক্ষকের শ্লীলতাহানির শিকার হয়েছে। এ ঘটনায় বিক্ষোভে উত্তাল এলাকাবাসী। দিনভর বিক্ষুব্ধ জনতা ন্যক্কারজনক এই ঘটনার প্রতিবাদে ফুঁসতে থাকে। তারা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তাল পরিস্থিতি সামাল দেয়।
সোমবার কলারোয়া উপজেলার ধানঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির এ অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক জাকির হোসেন ধানঘরা গ্রামের মৃত মোজাম সরদারের ছেলে এবং ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই ছাত্রীর বাবা ও তার স্বজনেরা।
এদিকে, এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্কুল ঘেরাও করে অবরোধ করতে থাকলে খবর পেয়ে জেলা পুলিশের সার্কেল এসপি মেরিনা আক্তার, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ সহ থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসি ও ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে ঘটনার বিস্তারিত জেনে প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। এলাকাবাসী ও ভুক্তভোগী ছাত্রীর অভিযোগে জানা যায়, বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষক জাকির হোসেন ক্লাসের ফাঁকে ও বাড়িতে পড়তে গেলে ওই ছাত্রীকে ডেকে নিয়ে স্পর্শকাতর অংশ স্পর্শ করতেন। সোমবার টিফিনের সময় কেউ স্কুলে না থাকার সুযোগে ওই ছাত্রীকে আপত্তিকর স্পর্শ শেষে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ জানান, অভিযুক্ত শিক্ষক পুলিশ হেফাজতে আছেন। থানায় অভিযোগ পত্র দেয়া হয়নি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের হয়েছে।