মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ
মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভীতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ নভেম্বর) বিকালে সদরের বাঁশদহা ইউনিয়নের মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মফজুলার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। গোটা জাতিকে আলোর পথ দেখাবে এই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। তাদের কথা ভেবে জননেত্রী শেখ হাসিনা দেশে ৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন দিয়েছেন। যা কোন সরকারই দিতে পারেনি। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। আমার নির্বাচনী এলাকায় বিশেষভাবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন শিক্ষার্থীদের জন্য উপহার দিতে পেরেছি বলে আমি গর্বিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইজাজ উদ্দিন, মির্জানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জালাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। “নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্দ্ধমূখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান।