ভারতীয় ডেপুটি হাই কমিশনার সাতক্ষীরার মঠ ও মন্দির দর্শন
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ডেপুটি হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির ও দেবহাটার প্রণব মঠ পরিদর্শন করেছেন।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১১টায় তিনি সাতক্ষীরা সার্কিট হাউজে উপস্থিত হন। সেখানে জেলা মন্দির সমিতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, জয় মহাপ্রভু সেবক সংঘসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তার সফর সঙ্গী ছিলেন ফাস্ট সেক্রেটারী রাজেশ ইউক, শিশির কোটারী ও নবনীতা চক্রবর্তী।এরপর পৌনে একটায় তিনি শ্যামনগর ঈশ্বরীপুরের রাজা প্রতাপাতিদ্যের ঐতিহাসিক নিদর্শন যশোরেশ্বরী কালীমন্দিরে পুজা দেন ।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কেই দেশ ছেড়ে যাবেন না। এ দেশ আপনাদের। ভারত বাংলাদেশ অকৃত্রিম বন্ধু দেশ। সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দু’ দেশের সম্পর্ক অটুট থাকবে এটা ভারত দেখতে চায়। আড়াইটায় তিনি দেবহাটার গাজীরহাটে প্রণব মঠ পরিদর্শন করেন।