নৌকা কে আর ভাড়া দেওয়া যাবে না-তালা-কলারোয়া আ’লীগ নেতাকর্মী
সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আওয়ামীলীগের ঘাঁটি। আওয়ামী পরিবারের সদস্যকে নৌকা প্রতীক দিতে হবে। তালা-কলারোয়া আ’লীগ নেতাকর্মীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে। সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য এলাকার কোন উন্নয়ন করেনি। এলাকাবাসী পেয়েছে শুধু হতাশা। ওয়ার্কার্স পার্টির নেতাদের দ্বারা নির্যাতিত হচ্ছে আওয়ামীলীগের নেতা কর্মীরা। বিভিন্ন ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। নৌকা কে আর ভাড়া দেওয়া যাবে না! আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে জোরালো দাবী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক। ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে সাতক্ষীরা-১ আসনের মনোনয়ন দিলে এটা মানবো না। জননেত্রীকে আমরা অনুরোধ জানাবো আ’লীগ প্রার্থীকে মনোনয়ন দিন। হাজার হাজার আ’লীগ নেতাকর্মীদের উপস্থিতে উপরোক্ত কথাগুলো বলেন তালা-কলারোয়া আওয়ামীলীগের নেতাকর্মীরা।
রোবাবার বেলা ৩টায় পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে আওয়ামীলীগ প্রার্থীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের মনোনয়ন দিতে হবে এই দাবীকে সামনে রেখে বিশাল জনসভায় ৩নং সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, আ’লীগ নেতা বিশ্বাস জাহাঙ্গীর হোসেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সুভাষ সেন, খেরশা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি প্রভাষক রাজীব হোসেন রাজু, মাগুরা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি গনেশ দেবনাথ, কুমিরা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আজিজুল ইসলাম, ধানদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সন্তোষ দাশ, খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, নগরঘাটা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক স, ম আক্তারুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সমির দাশ, মাগুরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আঃ হান্নান গাজী, প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব হোসেন মিন্টু, সেচ্ছাসেবকলীগ নেতা শাহিদুজ্জামান পাইলট, আনোয়ার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।