সিইসির সঙ্গে ডিএমপি প্রতিনিধি দলের বৈঠক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দল।
শনিবার সকাল ১১ টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। এসময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত রয়েছেন।
তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিইসি হয়তো ডিএমপিকে নির্দেশনা দিতে পারেন।
তফসিলের আগে এটি একটি রুটিন সাক্ষাৎ বলেও উল্লেখ করেন তিনি।
Please follow and like us: