শ্যামনগরে জেল হত্যা দিবস পালিত
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের আয়োজনে জেল হত্যা দিবস-২০১৮ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের অফিস চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ার্মীলীগের সহ-সভাপতি সাবেক কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শফিউল আযম লেলিন। প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এসএম গোলাম মোস্তফা মুকুল, জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘোরামী, আরও বক্তব্য রাখেন- আওয়ামী নেতা স.ম আব্দুস সত্তার, শেখ ফারুক হোসেন, সাঈদুজ্জামান সাঈদ, সুশান্ত বিশ্বাস বাবু লাল, মহিলা বিষয়ক নেতা খালেদা আইয়ুব ডলি, খলিলুর রহমান বাবু, টুটুল, তাঁতীলীগের সভাপতি আল মামুন, প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীগণ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কোট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আঃ খালেক।
অপর দিকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবুর আয়োজনে জেল হত্যা দিবস-২০১৮ পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত। আজ বিকাল ৩ টায় শ্যামনগর থানা মসজিদ সংলগ্ন এতিমখানায় আলোচনা সভায় এ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অসীম কুমার মৃধা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবির, আওয়ামী নেতা অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, অধ্যাপক মোশারফ হোসেন, কৃষকলীগের সভাপতি মনজুর ইলাহী, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি ইকরামুল হক লায়েচ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ প্রমুখ। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন। দোয়া শেষে সকল উপস্থিতিগণ এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করে।