বাঁশদহায় সালিশের মাধ্যমে দীর্ঘ দিনের বিরোধ অবসান
সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের টেংরা গ্রামে দুই পক্ষের উপস্থিতিতে এক শালিসির মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি ঘটেছে। শুক্রবার টেংরা মসজিদের পাশে বিকাল ৪ ঘটিকার সময় সালিশ এর কার্যক্রম আরম্ভ হয়। শালিসের সভাপতিত্ব করেন কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন হোসেন, তৌহিদুর রহমান, সালিশে ইয়াকুব গং এবং জিয়া গং এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক রাস্তা নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে যে মামলা করেছে এবং প্রথম পক্ষ অন্য পক্ষকে পানি বন্ধ করেছে, সবকিছু নিষ্পত্তি করতে অঙ্গীকারবদ্ধ হন। এসময় উপস্থিত ছিলেন বাঁশদহা সীমান্ত রিপোর্টাস ক্লাবের সভাপতি বদরুজ্জামান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রুহুল আমিন এছাড়া আরো উপস্থিত ছিলেন এক নম্বর বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন, মেম্বার আব্দুল কাদের, মহাসিন আলী, ইসমাইল, ইয়াকুব শরীফ, নাজমুল হোসেন, আলাউদ্দিন, সিরাজুল ইসলাম সহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা সালিশে উপস্থিত ছিলেন। সমগ্র সালিশ পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম সেলিম উদ্দিন।