কলারোয়ায় নানা আয়োজনে জাতীয় রক্তদাতা দিবস পালন
কলারোয়ায় নানা আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস পালিত হয়েছে। ‘রক্তদিন-জীবন বাঁচান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে র্যালি, আলোচনা সভা, রক্তের গ্রুপ পরীক্ষা ও বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ।দিবসটি উপলক্ষ্যে কলারোয়ার ৬টি স্বেচ্ছায় রক্তদান ও গ্রুপ পরীক্ষার স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রথম একত্রে দিবসটি পালন করে।
সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, রিপের্টোর্স ক্লাবের সহ.সভাপতি জাকির হোসেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আ: আলিম, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি পলাশ খান চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রভাষক বিএম ফিরোজ, কলারোয়া সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান আল মামুন, হাসান প্যাথলজির সত্বাধিকারী হাসান আলী, ‘নবজীবন’র কাজী সাইমুজ্জামান আদর ও শেখ আতিক হাসান, ‘স্বস্তি’র সুমন, আশিক, নাঈম হাসান শাওন, ‘বেত্রবতী সমাজকল্যাণ ফাউন্ডেশন’র পলাশ, ‘স্পন্দন’র কামরুল ইসলাম সাজু, ‘ব্লাড ডোনেশন সোসাইটি’র সাইফুজ্জামান, টুটুল, মামুন, হাবিবুর রহমান রনি, মিলন, শামিম, শাহিন, ‘সেবা’র লক্ষন চন্দ্র বিশ্বাস, মনিরুল আলম টিটু, মিজানুর রহমান, শ্রাবনী আক্তার, আল জুবায়ের সৈকত, লাবিবসহ ৬টি সংগঠনের বিপুল সংখ্যক সদস্য।
আলোচনা সভা শেষে ৩ জন রোগীকে ‘সেবা’র পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান করেন মাস্টার আব্দুল ওহাব মামুন, শিক্ষার্থী অহিদুর রহমান জিকো ও সজিব। রক্তের ব্যাগগুলো তাদের পরিবারের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি শেখ মারুফ আহম্মদসহ অতিথিবৃন্দ।
এরআগে দিবসটি উপলক্ষে থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে ৬টি সংগঠনের সদস্যদের নিয়ে একটি র্যালি কলারোয়া পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে যাত্রাবিন্দুতে এসে মিলিত হয়।