কলারোয়ায় গাঁজাসহ দু’ব্যক্তি আটক
কলারোয়ায় গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তারাকে আটক হয়। থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদের নির্দেশনায় থানা পুলিশ উপজেলার শ্রীপতিপুর বটতলা এলাকা থেকে ১’শ গ্রাম গাঁজাসহ সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের মৃত হাজী নিজাম উদ্দিনের পুত্র আতাউর রহমান (৩৫)কে ও ব্রজবাকসা গ্রামের চকিদারের মোড় থেকে ১’শ গ্রাম গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত সাদেক আলী সরদারের পুত্র আবুল কাশেম (২৯)কে আটক করে। এ ঘটনায় কলারোয়া থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। আটকদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানা গেছে।
Please follow and like us: