ভারতীয় সেনাদের গুলিতে জইশ প্রধানের ভাতিজা নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে জইশ প্রধান মাসুদ আজহারের ভাতিজা মুহাম্মাদ উসমান নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের ত্রালে অভিযান চালায় সেনারা। ত্রালের চাঙ্কিতার গ্রামের একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন উসমানসহ দুই বিদ্রোহী।
সেনা সূত্রে আনন্দবাজার জানায়, অভিযান চালানোর আগে আশপাশের বাড়ি থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়।
সেনা অভিযানের বিষয়টি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে উসমান ও তার সঙ্গীরা। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রায় ৬ ঘণ্টা গোলাগুলি হয়। সে সময় নিহত হয় দুইজন।
এর পর নিরাপত্তারক্ষীরা পুরো বাড়িটি জ্বালিয়ে দেয়। এবং নিহতদের কাছে থাকা আমেরিকার তৈরি এম৪ কার্বাইন রাইফেল উদ্ধার করে। মুহাম্মাদ উসমান বিদ্রোহী গোষ্ঠী জইশ প্রধান মাসুদ আজহারের ভাই ইব্রাহিমের ছেলে।
Please follow and like us: