‘ক্ষমতায় এলে ৫ বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়’
ফের ক্ষমতায় এলে দেশের প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর মহাখালীতে ২৫০ শয্যার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী আরো বলেন, এরইমধ্যে দেশের তিন বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ফের ক্ষমতায় এলে বাকি ৫টি বিভাগেও মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিয়ে গেছে। এর সুফল পাওয়ায় বেড়েছে জনগণের গড় আয়ু। এ সময় চিকিৎসকদের আরো বেশি আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরে আরো ৮টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Please follow and like us: