এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে এ কথা জানান তিনি।
হেলালুদ্দীন আহমদ বলেন, এ নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। মালামাল জেলায়-জেলায় পৌঁছানো ও ব্যালট পেপার ছাপানো ছাড়া প্রায় সব কাজ শেষ হয়েছে। তাছাড়া ইভিএম ব্যবহারের পরিকল্পনাও আমাদের রয়েছে।
তিনি আরো বলেন, সবার সহযোগিতা নিয়ে আমরা নির্বাচনটা করতে চাই। জনগণ ছাড়া নির্বাচন কমিশনের একার পক্ষে এতা বড়ো কাজ আঞ্জাম দেয়া সম্ভব নয়। এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।
পরিশেষে সচিব জানান, তফসিল ঘোষণার পর সব নির্বাহী বিভাগই নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য।
Please follow and like us: