সাতক্ষীরা নৌকায় ভোট চেয়ে সাবেক ছাত্রলীগ ছাত্রনেতাদের লিফলেট বিতরণ
আসন্ন একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চেয়ে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার- দুপুরে সাতক্ষীরা বড় বাজার হতে শুরু করে বড় বাজারের সকল ব্যবসায়ী, ক্রেতাসহ সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম আহবায়ক মাহমুদ আলী সুমন, জে এম ফাত্তাহ, কাজী আক্তার হোসেন, সদস্য সচিব এজাজ আহমেদ স্বপন, সদস্য সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আমিনুর রহমান কাজল, সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, কামরুল ইসলাম চ ল, নাসেরুল হক, ময়নুল হাসান লিটু, সালাহউদ্দিন আল্ আজাদ, নজরুল ইসলাম হাবলু, রফিকুল ইসলাম রানা, শরিফুল ইসলাম খান, মিকাঈল হোসেন, খন্দকার আনিছুর রহমান, শিমুল, মনিরুল ইসলাম, কাজী ইকবাল, খন্দকার আরিফ প্রিন্স, হুমায়ুন কবির, জাহাঙ্গীর কবির পলাশ, বিপ্লব, বিকাশ, শেখ মাসুদ, মীর মোস্তাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,মোঃ মাসুদ আলী, সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সৈনিক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষে দিবা নৈশ্য কলেজের সামনে নেতৃবৃন্দ এক পথসভায় মিলিত হন। পথসভায় নেতৃবৃন্দ বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রার্থী যেই হোক সে দিকে না তাকিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান।