সাতক্ষীরায় জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মশাল মিছিল
“নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তি-উন্নয়নের ধারা এগিয়ে নাও, দুর্নীতি ও বৈষম্যের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের পথ তৈরি কর” শ্লোগানে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মশাল মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা পৌরসভার চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে গণসমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে মিছিলের যাত্রা শুরু হয়। কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক ও জাসদ মনোনীত, ১৪দল মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ওবায়েদুস সুলতান বাবলু ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলীর নেতৃত্বে বিভিন্ন শ্লোগানের মধ্যদিয়ে মিছিলটি আলাউদ্দীন চত্বরে গিয়ে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশ পরিচালনা করেন, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন। বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, জাতীয় কৃষক জোট কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাতীয় নারী জোটের সভাপতি পাপিয়া আহম্মেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বিনা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ জাসদের অনুপম কুমার অনুপ, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস এম শামীম, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ একটি সুশৃঙ্খল দল হিসাবে পরিচিত। দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দুর করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন যাতে বানচাল না হয় সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। দুর্নীতি ও বৈষম্যের অবসান, সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।