লা লিগায় আসছে ‘লিও মেসি ট্রফি’!
স্প্যানিশ ক্লাব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে জিতেছে সম্ভাব্য সব শিরোপা। ব্যক্তিগত বা দলীয় অর্জনের সবকিছুই ছুঁয়েছেন তিনি। আর তাই ‘লিও মেসি’ নামে একটি পুরস্কার চালুর ইঙ্গিত দিয়েছে লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস।
গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে লা লিগা প্রেসিডেন্ট বলেন, ‘ মেসির ব্যপারটি বিবেচনা করতে হবে। আমার মনে হয়,, সে আর কিছুদিনের ভেতরেই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ খেলোয়াড় হিসেবে বিবেচিত হবে। যদিও সে ইতোমধ্যেই বিশ্বসেরা হয়েছে।’
লা লিগার প্রেসিডেন্ট তেবাস বলেন, ইতোমধ্যে লা লিগার সেরা গোলদাতাকে তেলমো জারা ট্রফি দেওয়া হচ্ছে, ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হবে লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার
এসময় মেসির নামে সেরা খেলোয়াড়ের পুরস্কার চালু করার ইঙ্গিত দিয়ে তেবাস বলেন, ‘সে সবসময় সেরা থাকে এবং কখনো হারতে চায় না। ভবিষ্যতের জন্য মেসির নামে ট্রফি চালু করা একটি উত্তম প্রস্তাব। লিগের সেরা খেলোয়াড়টিকে দেওয়া হবে এই ট্রফি এবং যেই ট্রফির নামকরণ হবে ‘লিও মেসি ট্রফি।