বরফের দেশে উষ্ণতা ভাগ করে নিলেন দেব-রুক্মিণী!
একে অপরের সঙ্গে প্রেম করছেন, একথা দেব বা রুক্মিণী কেউই স্বীকার না করলেও টলি পাড়ায় তাদের প্রেম এখন ওপেন সিক্রেট। আর তাদের এই প্রেম সম্পর্কের কথা টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়।
সম্প্রতি, দেব ও রুক্মিণী দুজনেই তাদের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বরফের দেশে বেড়াতে যাওয়ার ছবি দিয়েছেন। যদিও দেব বা রক্মিণীর কেউই অবশ্য প্রকাশ্যে বলেননি যে তারা একসঙ্গে ঘুরতে গিয়েছেন। তবে এ জুটি যে একসঙ্গে আর একই জায়গায় ঘুরতে গিয়েছেন সেকথা তাদের ছবি দেখলেই বুঝা যায়।
তারা কোথায় গিয়েছেন সেকথা না জানালেও পোস্ট করা ছবির নিচে কমেন্ট থেকে মনে হচ্ছে জার্মানিতে ঘুরতে গিয়েছেন দেব-রুক্মিণী। এছাড়া তাদের পোস্ট করা ছবিগুলো বেশ মনোরম। বেশিরভাগ ছবিতেই দেখা যাচ্ছে তারা যেখানে রয়েছেন সেটি বরফের চাদরে ঢাকা। অগত্যা উষ্ণতা ভাগ করে নিতে ক্যাম্প ফায়ারের সাহায্য নিতে হয় দেব ও রুক্মিণীকে।
ছবিতে বরফের মধ্যে ভেসে থাকার ছবিও পোস্ট করেছেন দেব ও রুক্মিণী। এধরনের ছবি অবশ্য দেব ও রুক্মিণী দুজনেই শেয়ার করেছেন, তাই বুঝে নিতে একটুও অসুবিধা হয়না যে তারা বরফের দেশে উষ্ণতা ভাগ করে দিচ্ছেন।
প্রসঙ্গত, শেষবার দেব ও রুক্মিণী ছবিতে দেখা গেছে ‘কবীর’ ছবিতে। ফের কবে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে এই প্রশ্ন করছেন তাদের ভক্তরা। পাশাপাশি কবে সাতপাকে বাঁধা পড়ছেন এ জুটি সেই প্রশ্নও বাদ যায়নি ভক্তদের মন থেকে।