বদ্দিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সনাক এর মতবিনিময় সভা
আজ (৩১ অক্টোবর )সকাল ১০ টায় বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌরাংগ গাইন। বিশেষ অতিথি ছিলেন সনাক সাতক্ষীরার শিক্ষা বিষয়ক উপকমিটির আহব্বায়ক প্রফেসর মোঃ আব্দুল হামিদ। সভায় বিদ্যালয়ের শিক্ষার মান্নায়নে সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও এসএমসি সকলে মিলে শিক্ষার্থীদের জন্য কাজ করার সিদ্ধান্ত হয়। এসএমসি কর্তৃক বিদ্যালয়ে কাজে সহযোগিতা অব্যাহত রাখা, নিয়মিত এসএমসি সভা আয়োজন ও বিদ্যালয়ের সমস্যা সমাধানে সিদ্ধান্ত গ্রহণ, নারী শিক্ষক ও মেয়েদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা করা, অভিভাবক এর সচেতনতা বাড়ানো এবং বাড়িতে শিশুদের বিশেষ যতœ নেয়া, নির্দেশনা অনুযায়ী মা সমাবেশ আয়োজন, হোম ভিজিটে সহায়তা প্রদান ও শিক্ষার্থীদের বাড়িতে পড়াশুনার খেয়াল রাখতে সক্রিয় মা দলকে নিয়ে সভা আয়োজন করার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়। এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের তথ্য উন্মুক্ত করণের অংশ হিসেবে উপবৃত্তি প্রাপ্তদের তালিকা ফেস্টুন আকারে প্রকাশ করা, অনলাইন ভিত্তিক তথ্য প্রকাশের উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌরাংগ গাইন বলেন, ‘এই বিদ্যালয়ে সরকারি অর্থায়নে একটি একাডেমিক ভবন তৈরি করা হবে। আপনারা অবগত আছেন ইতিমধ্যেই সয়েল টেস্ট হয়েছে। রিপোর্ট ভালো। আশা করছি শীঘ্রই কাজ শুরু হবে। এছাড়া একটি ওয়াশ ব্লকও করার প্রস্তাব করা আছে।’ এসময় অন্যান্যের মাঝে এসএমসি সহ-সভাপতি আলমগীর হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদাল আরজীন, ইয়াসমিন আকতার, তাহিয়াতুল আরজু, মনোয়ারা খাতুন উপস্থিত ছিলেন।