প্রতাপনগরে এক ঘের মালিককে পিটিয়ে জখম
পূর্ব শত্রুতার জের ধরে এক ঘের মালিককে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত ঘের মালিকের নাম আবুল হোসেন। সে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শুভদ্রাকাটি গ্রামের ইব্রাহীম সানার ছেলে। আবুল হোসেন বর্তমান খুলনা ২৫০শয্যা হাসপাতালে চিকিৎধীন রয়েছে।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘ দিন উপজেলার তেলিখালি মৌজায় ১৬ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছে। কিন্তু এলাকার ভূমিদস্যু নামে পরিচিত ও একাধিক মামলার আসামী একই গ্রামের শওকত সানার ছেলে সোহরাব সানার নজর পড়ে ওই ঘেরের দিকে। বিভিন্ন পরিকল্পনা করতে থাকে সে। গত ২৬ শে অক্টোবর রাতে সোহরাব সানার নেতৃত্বে আসাদুল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ সানা, মোসলেম সানা সহ ১০/১২ জন দেশি অস্ত্রসহ মৎস্য ঘেরে প্রবেশ করে ঘের মালিক আবুল হোসে কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে অবস্থা অবনতি দেখে। উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান তার অবস্থা আশংকা জনক।
এঘটনায় আবুল হোসেনের পিতা ইব্রাহীম সানা বাদি হয়ে আশাশুনি থানায় ১১নাম উল্লেখ করে ও অজ্ঞত ১০/১২নামে একটি মামলা করেছে। মামলা নং ১৪।
আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীরা বর্তমান পলাতক রয়েছে। তবে তাদের আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।