আবারো আদালতের আদেশ অমান্য করলো সাতক্ষীরা আনসার অধিনায়ক মোরশেদা খানম
সাতক্ষীরা মৌজার এসএ ৩৯১ নম্বর খতিয়ানের ৯৭৭ দাগে ১৮ শতক জমি আছে। এর মধ্যে ৪ শতক জমি আনসার ব্যাটালিয়নের অনুকূলে সরকার এলএ০৪/৭৬-৭৭ নম্বর কেসের মাধ্যমে অধিগ্রহণ করে। তখন থেকে আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ এই ৪ শতক জমি ভোগ দখল করে আসছে। বাকি ১৪ শতক জমি গত ইং ২৭/১২/৬৭ তারিখে ৬৬৮৫ নম্বর রেজিষ্ট্রি কোবলামূলে আনোয়ার হোসেন ভোগ দখল করে আসছেন।
অত্র ১৪ শতক জমি বিভিন্ন সময়ে জোরপূর্বক দখলের অপচেষ্টা করতে থাকায় আনোয়ার হোসেন সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ আদালতে আনসার অধিনায়ককে বিবাদী করে একটি দেওয়ানী ৪১/১৮ নম্বর ইনজাংশন সুট মামলা দাখিল করেন। আদালত বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। একই সঙ্গে বাদীর শান্তিপূর্ণ দখলের ব্যাঘাত না করতে নিষেধাজ্ঞা জারি করেন।
এরপরও বিভিন্ন সময়ে আদালতের আদেশ অমান্য করে তফশিল জমিতে বিবাদী আনসার অধিনায়কের নেতৃত্বে আনসার সদস্যরা দখলের অপচেষ্টায় লিপ্ত হয়।
পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর তারিখে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তফসীল জমিতে তাণ্ডব ঘটিয়ে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায় আনসার অধিনায়ক। আদালত সম্পর্কে কটূক্তি করে জমি দখলের চেষ্টা করে ও তাণ্ডব চালায়। এসব ঘটনার প্রেক্ষিতে আনসার অধিনায়কের বিরুদ্ধে আনোয়ার হোসেন পহেলা অক্টোবর আনোয়ার হোসেন আদালতে আদালত অবমাননার পৃথক আরেকটি মামলা দাখিল করেন।
নিন্ম আদালতের আদেশের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে ২৯/১৮ নম্বর মিস আপীল কেস দাখিল করেন। দায়রা জজ আদালত মিস আপীল কেসটি সাব জজ দ্বিতীয় আদালতে বদলী করেন। বিজ্ঞ আদালত গত ২১ অক্টোবর উভয় পক্ষের শুনানীঅন্তে ৩০ অক্টোবর তারিখে রায়ের জন্য দিন ধার্য করেন। গত মঙ্গলবার আদালত উক্ত আপীল মামলাটি না’মজ্ঞুর পূর্বক নথিভুক্ত করে নিন্ম আদালতের রায় বলবৎ রাখেন।
রায়ের আদালতের পরদিন বুধবার সকাল ৯টার দিকে আবারো আদালতের আদেশ অমান্য করে জমি দখল কার্যক্রমে লিপ্ত হন সাতক্ষীরা আনসার অধিনায়ক মোরশেদা খানমের নেতৃত্বে আনসার বাহিনীর সদস্যরা।
ঘটনার অভিযোগের বিষয়ে সাতক্ষীরার আনসার অধিনায়ক মোরশেদা খানম বলেন, আমি জজ আদালতের ২৯/১৮ মিস আপীল মামলার রায় আমার পক্ষে এসেছে। মামলাটি না’মজ্ঞুর করেনি আদালত। আমি জমিতে কার্যক্রম চালাবো।