সুন্দরবনে মাছ শিকারের জন্য বিষ প্রয়োগে দুই জেলে আটক
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে পশুরতলা খালে বিষ প্রয়োগে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করেছেন বুড়িগোয়ালিনী বন অফিসের সদস্যরা। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মালামালসহ জেলেদের আটক করা হয়। আটককৃত জেলারা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামে রাশিদুল ইসলাম মোড়লের ছেলে ই¯্রাফিল মোড়ল (২০) এবং একই গ্রামের নুরুজ্জামান গাজীর ছেলে ওহেদুজ্জামান গাজী (২১)। এসময়ে জেলেদের কাছ থেকে ১ বোতল বিষ ও চিংড়ি মাছ জব্দ করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কেএম কবির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: