রায়ের খবর শুনে হাসলেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেওয়া সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেওয়ার রায় পড়ে শোনানো হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার পর আদালত থেকে রায়ের কাগজপত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আসে। এর পর কেবিনে খালেদাকে রায় পড়ে শোনানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার মাহবুব আলম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সর্বোচ্চ শাস্তি সাত বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছরের সাজা ঘোষণা করেছেন হাইকোর্ট। উভয় আদালতের রায় ঘোষণার পরপরই খবর কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে জানায়। রায়ের খবর শুনে কারাবন্দি খালেদা শুধু হেসেছেন, কোনও মন্তব্য করেননি। কারা-সূত্রে এই তথ্য জানা গেছে।
কারা সূত্র জানায়, কারা অধিদফতরের দুই জন ডেপুটি জেলার সোমবার (২৯ অক্টোবর) ও মঙ্গলবার (৩০ অক্টোবর) রায়ের পরপরই খালেদা জিয়াকে রায়ের বিষয়টি জানান। রায় শুনে তিনি শুধু হেসেছেন। আর কোনও মন্তব্য করেননি।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘সোমবার ও মঙ্গলবার দুই দিনই আমরা নিয়মানুযায়ী খালেদা জিয়াকে মৌখিকভাবে রায়ের খবর জানিয়েছি। দু’জন নারী ডেপুটি জেলার তাকে রায়ের খবর জানান।’ রায়ের পর খালেদা জিয়া কোনও প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করতে অপারগতা জানান তিনি।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। শারীরিক অসুস্থতার কারণে গত ৬ অক্টোবর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালযেল ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই তাকে দু’টি মামলার রায়ের খবর জানানো হয়।