বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশে নারী-পুরুষ ও শিশু আটক
বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ শিশু সহ ২১ জন নারী-পুরুষকে আটক করেছে ।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল আটটার টার সময় অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বিজিবি। ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান বিডি সারাদিনকে জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার মুন্সি লাবলুর রহমান সংগীয় ফোর্স নিয়ে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ৮ জন পুরুষ, ৮ নারী ও ৫ জন শিশুকে আটক করে। আটকদের প্রত্যেকের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট ও বরিশালের জেলার বিভিন্ন এলাকায়।
Please follow and like us: