বাংলাদেশ উন্নয়নের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে: মুস্তফা লুৎফুল্লাহ্
সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বরেছেন, বাংলাদেশ উন্নয়নের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। খুব শীঘ্র উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, সকল ক্ষেত্রে এগিয়ে চলেছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, একটি বাড়ি-একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য , শিক্ষা সহায়তা কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা –এসবই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলে সম্ভব হয়েছে।
মঙ্গলবার বিকেলে কলারোয়ার যুগিখালি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চত্বরে জেলা তথ্য অফিস আয়োজিত সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলেঅচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এড. মুস্তফা লুৎফুল্লাহ, এমপি বলেন, কলারোয়ার এ জনপদে সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না। যারা অরাজকতা-নাশকতার মতো অপরাধে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
কলারোয়া কৃষির একটি উর্বর ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, এখানে একটি কৃষি বাজার গড়ে তোলা তোলা হবে। যেখানে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ্ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল বাসার, মেহেদী হাসান, প্রধান শিক্ষক ইমদাদুল হক, সিনিয়র শিক্ষক গোলাম রব্বানি, মাওলানা নুরুল হক প্রমুখ।