কলারোয়ায় “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব
কুরান তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব পালিত হয়ে গেলো কলারোয়া উপজেলা চত্বরে ।
অনুষ্ঠানে সমাজ সেবার স্টল,মহিলা বিষয়ক স্টল,পল্লি বিদ্যুৎ সমিতির স্টল,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্টল,মৎস্য অফিসের স্টল,সহ মোট ১০ টি স্টল সরকারে উন্নয়ন চিত্র তুলে ধরে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে বাংলাদেশর পদ্মা সেতু,পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র,মেট্ররেল,সহ বিভিন্ন উন্নয়নের তথ্য উঠে আসে ।
প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশ নেত্রী শেখ হাসিনা, ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হলে । বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইবে, তারই ধারাবাহিকতায় আমাদের নৌকার স্বপক্ষে কাজ করতে হবে ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এ ডি ও শোভা রায় ।
Please follow and like us: