আশাশুনির বড়দল থেকে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল জব্দ
সাতক্ষীরার আশাশুনির বড়দল বাজার থেকে সরকারের খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বড়দল মহিলা মার্কেটের ডিলার মুজিবর সানার গোডাউন থেকে চাউল জব্দ করা হয়।
মুজিবর সানা ওই গ্রামের সাজু উদ্দীন সানার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল উক্ত চাউল গুলো জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশ জিনারুল হেফাজতে রাখেন ।
স্থানীয়রা জানান, ডিলার মুজিবর সানা গত মঙ্গলবার একই এলাকার মৃত ঈমান আলীর ছেলে সাহাজান আলীর কাছে সরকারের খাদ্যবান্ধবের (কেজি প্রতি ১০ টাকা মূল্যের) ১৮ বস্তা চাউল বিক্রয় করেন। চাউল গুলো ওই দিন সাহাজান আলী না নিয়ে আজ বেলা ১১ টার দিকে মুজিবর সানার গোডাউন থেকে ভ্যানযোগে নিয়ে যাওয়ার স্থানীয় লোকজন তা দেখে ফেলেন। তাদের সঙ্গে বাগবিতন্ডার এক পর্যায়ে ডিলার মুজিবর সানার নির্দেশে ভ্যান চালক দুত কুমার মন্ডল সেগুলো আবারও তার গোডাউনে তুলে ফেলেন।
এদিকে, স্থানীয় দেবেন সরকারের স্ত্রী অসহায় কার্ডধারী লক্ষীরানি সরকার অভিযোগ করে বলেন, আমি সেখানে চাউল আনতে গেলে আমাকে জানানো হয় তোমার কার্ড থাকলে কি চাউল দেবো, আমার খাতায় তোমার কোন নাম নেই।
এ ব্যাপারে ডিলার মুজিবর সানা জানান, এই কোটায় আমার কিছু লোকের চাউল দিতে বাকী ছিলো তাই কিছু চাউল রয়ে গেছে।
বিষয়টি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সচেতন এলাকা বাসী।
বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।