আশাশুনিতে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ৫২৪৪ জন
আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় আশাশুনি উপজেলার ৬টি কেন্দ্রে ৫ হাজার ২ শত ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
৫২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে ৪ হাজার ৭৫ জন এবং জেডিসিতে ১ হাজার ১ শত ৬৯ জন পরীক্ষার্থী রয়েছে। জেএসসি কেন্দ্রের মধ্যে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৪ জন ছাত্রী ও ৭৫৭ জন ছাত্র, মোট ১৩৩১ জন। দরগাহপুর কলেঃ স্কুল কেন্দ্রে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৮ জন ছাত্রী ও ২৫৬ জন ছাত্র, মোট ৫৬৪ জন, বুধহাটা কলেঃ স্কুল কেন্দ্রে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৪ জন ছাত্রী ও ৬৪৭ জন ছাত্র, মোট ১২৫১ জন এবং বড়দল কলেঃ স্কুল কেন্দ্রে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯২৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। জেডিসি কেন্দ্রের মধ্যে আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ২১টি মাদরাসার ৮১১ জন এবং গুনাকরকাটি কামিল মাদরাসা কেন্দ্রে ৮টি মাদরাসার ৩৫৮ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নেবে।