ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের ২০১৮ সালের জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের ২০১৮ সালের জে.এস.সি. পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে মত বিনিময়, দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২৮ অক্টোবর) বেলা ১১.৩০ মিনিটে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, মাওলানা মোঃ মোহসিন উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ফয়জুল হক, মোঃ আবুল হাসান, মোঃ মুকুল হোসেন, আকলিমা খাতুনসহ জে.এস.সি. পরীক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অভিভাবকদের সাথে মত বিনিময় শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান। এসময় তিনি বলেন, তোমরা পরীক্ষার সকল নিয়ম-কানুন মেনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে পোঁছাবে। বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তিনি আরও বলেন এবছর আমাদের বিদ্যালয় থেকে ১৩২ জনের মত শিক্ষার্থী জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমি আশা করবো শত ভাগ পাশ করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে, পরে পরীক্ষার্থীদের হাতে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র তুলে দেওয়া হয় এবং তাদের ভাল সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়েল ধার্মীয় শিক্ষক মাওলানা মোঃ মোহসানি উদ্দিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়েল বাংলা শিক্ষক রমেশ চন্দ্র সরদার।