কোহলির সেঞ্চুরিতেও ভারতে হার
অবশেষে ভারতের মাটিতে স্বস্তির নিঃশ্বাস ফেললো ক্যারিবিয়ানরা। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে ৪৩ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার পুনেতে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৫৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ আজও ব্যাট হাতে একাই লড়ে যান ভারতীয় বোলারদের বিপরীতে।
১১৩ বল খেলে ৬টি চার ও ৩ ছক্কায় ৯৫ রান তুলে সাজঘরে ফিরেন হোপ। শেষ দিকে অ্যাশলি নার্সের ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ।
২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মা ফিরে যান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের বলে। এর পর ধাওয়ানকে নিয়ে জুটি গড়ে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নেন কোহলি।
ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি তুলে স্যামুয়েলসের বলে আউট হওয়ার আগে ভারত অধিনায়কের ব্যাট থেকে আগে ১১৯ বলে ১০৭ রান। এছাড়া শিখর ধাওয়ান ৩৫, রিশাভ পান্ত ২৪ ও আম্বাতি রাইডু ২২ রান করেন।
কোহলির আউটের পর ধোনিও দ্রুত ফিরে গেলে ছন্দ হারায় ভারত। শেষ পর্যন্ত ২৪০ রানেই থামে ভারতের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্যামুয়েলস তিনটি, অ্যাশলে নার্স, জেসন হোল্ডার ও ওবে ম্যাকয় ২টি করে উইকেট নেন।
সিরিজের প্রথম ম্যাচে ভারত দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ৩২১ রান করেও জিততে পারেনি কোহলিরা। ম্যাচটি টাই হয়। তৃতীয় ম্যাচে জয় তুলে সিরিজে সমতা ফেরালো সফরকারীরা।