ঐক্যফ্রন্টের চিঠি যাবে আজ
সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।
এর আগে ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছিল শনিবার দুপুরের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এবং ওবায়দুল কাদেরের বাসায় চিঠি পৌঁছে দেয়ার। কিন্তু দু’জনই পটুয়াখালীতে থাকায় চিঠি দেয়া হয়নি। অপরদিকে, সমাবেশ করতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও একই দিন চট্টগ্রামে যান। এ অবস্থায় শনিবার চিঠি দিতে পারেননি ঐক্যফ্রন্ট নেতারা। আজ দুপুরের মধ্যে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেন তারা।
এছাড়া তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।
এদিকে শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে চিঠি দেয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।