মায়ের চাপেই বিয়ের পিঁড়িতে প্রভাস
‘বাহুবলী’ তারকা প্রভাসের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। অবশেষে বিয়ে করতে চলেছেন ভারতের দক্ষিণী এ অভিনেতা। আর প্রভাসের আগামী ছবি ‘সাহো’ মুক্তির আগেই নাকি তিনি বিয়ের পিঁড়িতে বসছেন।
সম্প্রতি, ৩৯ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন প্রভাস। আর এই এবারের জন্মদিনেই প্রভাসের বিয়ের জল্পনা নতুন করে তৈরি হয়েছে। এছাড়া প্রভাসের পরিবারের তরফে হায়দরাবাদের এক সংবাদমাধ্যমকে জানানো হয়, আসলে বাহুবলী মুক্তির পরপরই প্রভাস বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে হাতে ‘সাহো’ ছবিটি এসে যাওয়ায় সেই সিদ্ধান্ত তখন স্থগিত রাখা হয়। এখন ‘সাহো’ মুক্তির পরই প্রভাস সাত পাকে বাঁধা পড়বেন বলে জানিয়েছে তার পরিবার।
শোনা যাচ্ছে প্রভাসের থেকেও বেশি প্রভাসের মা-ই বেশি ছেলের বিয়ে দিতে ইচ্ছুক। তিনি এবার বাড়িতে বৌমা আনতে চাইছেন এবং যে কারণে ছেলেকে বারবার চাপ দিচ্ছেন।
প্রসঙ্গত, প্রভাসের সঙ্গে অনুষ্কা শেট্টির প্রেম নিয়ে হায়দরাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু কম গুজব নেই। যদিও তারা একথা কখনোই স্বীকার করেননি। নিজেদের শুধুমাত্র ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন এ জুটি।