গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় শিক্ষক এস.কে মুনছুর আলীকে বিদায়
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় অবসর কালীন শিক্ষক এস.কে মুনছুর আলী (বি.এস.সি কৃষি) এর বিদায় ও আসন্ন ৫ম ও ৮ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় গোবরদাড়ী দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসার সুপার মাও: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সুপার মাও: আব্দুর রহমান, বিদায়ী শিক্ষক এস.কে মুনছুর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক রওশন আলম, ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: বাবুল আকতার, শিক্ষক আবুল হোসেন, আব্দুল জলিল, সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ঢালী, ছাত্র সাইদুল ইসলাম, ছাত্রী শামিমা সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মাও: নজরুল ইসলাম, শিরিনা সুলতানা, গওছুল আযম, জহিরুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ শওকত হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মাও: কামরুল ইসলাম। এবছর গোবরদাড়ী দাখিল মাদ্রাসা হতে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৩১ জন ও ৮ম শ্রেণীর জেডিসি পরীক্ষায় ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।